তোমায় একটি অনুপম সুন্দর রাত উপহার দেবো বলে,
অজস্র নক্ষত্রের প্রার্থনায় কেটে যায় আমার রাতের প্রহর,
ঈষিকার আঁচড়ে আঁচড়ে আল্পনা এঁকে যাই আনমনে,
সন্ধ্যা প্রদীপ জ্বেলে বসে থাকি শতাব্দীর রুদ্ধ বাতায়নে,
সময়ের স্তব্ধ নীলরঙের মৌনতা নিয়ে নয়ন কোণে।


তোমাকে দিতে চাই প্রজাপতি নূপুরের ছন্দ জাগানো প্রভাত,
ঝুমুর ঝুমুর ছন্দ তালে রাঙিয়ে যাবে জীবনের স্বপ্নগুলো,
শুভক্ষণের সুখ পাখিটা পালক ছেড়ে উড়বে অনাবিল সুখে,
প্রেমের অনুরাগের পরশে ভরে উঠবে তোমার মৃণ্ময়ী চাদর,
দিনের দ্বিপ্রহর অলস নীরবতায় ভ্রমরের অবিরাম গুঞ্জন।


তোমাকে দিতে চাই একটি তারা ভরা উজ্জ্বল উঠোন,
প্রভাতের আধো ভাঙা ঘুমের ঘোরে আমি ভাবি একাকী,
যেখানে অজস্র নীল নীহারিকা ঝরে পড়বে একে একে,
কদম ধোয়া বৃষ্টিতে মুখরিত হবে হৃদয়ের ইন্দু কানন,
অনুভূতির দ্বার খুলে আবেগী চোখে মেতে উঠবে আনন্দে।


তোমাকে দিতে চাই একটি ধূসর রঙের শান্ত আকাশ,
এক মুঠো স্বপ্নিল মেঘলা ইরাবতীর অঢেল ভালোবাসা,
ঈক্ষণের আড়ালে শত বছরের লুকানো বর্ণিল স্বপ্ন,
হৃদয়ের স্বর্ণদ্বারে অনাবিল স্বর্গসুখের মায়ার হাতছানি,
অজস্র যুগের স্বচ্ছ হৃদয়ে দ্বিধান্বিত না বলা একটি কথা।
_______________
২৩/১০/১৬…...এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®