অতীতকে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে করে চলেছি অভিনয়,
স্মরণের দেয়ালে এঁকে দিয়ে বর্তমানের প্রতিচ্ছবি,
মনের অলিন্দে হাসে আধো নেভানো ভবিষ্যতের প্রদীপ,
ছুঁয়ে যায় অনাবিল অযুত নিযুত অদৃশ্যের মায়া।


দৃশ্যমান জীবনের দৃশ্য ফেরারী হয় ক্যানভাসের আঁচড়ে,
অন্তহীন রঙের মাঝে ভেসে বেড়ায় আসক্ত মন,
মনের গভীরে অনুভূতির ছোঁয়া এক অনিন্দ্য উল্লাসে,
প্রতিটি মুহূর্ত কেটে যায় অভিনয়ের আড়ালে।


অতীতের আঁধারের স্বকীয় শিকলে বাঁধা চলমান জীবন,
চার পা এগিয়ে যাওয়া আবার দু'পা পিছিয়ে,
দ্বৈধীভাবের আড়ালে গড়ি মোহনীয় আবেশের বন্ধন,
প্রেমময় জীবনের কাঙ্ক্ষিত সফলতার অভিনয়ে।


উপেক্ষার নীরব মোহময় হাসে আবেগী জীবনের প্রাপ্তি,
ফুৎকারে উড়ে যায় সুমধুর স্বর্ণালী স্মৃতি,
থাকে ভবিষ্যতের প্রতিশ্রুতি ভঙ্গের করুণ হাহাকার,
অভিনয়ের ঘোরে কেটে যায় জীবনের প্রতিক্ষণ।


বাস্তবতার কঠিন আবর্তেই ঘুরপাক খায় প্রতিটি মুহূর্ত,
বিবাগী রঙের আল্পনা পরিত্যক্ত ক্যানভাসে,
অস্তিত্বের চোরাবালিতে ঘুণে ধরা দর্পিত প্রতিচ্ছবি,
শুধু ব্যয়িত জীবনে অভিনয়ের অন্তরালে বাঁচি।
_______________
২৪/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®