আজকাল দেয়ালের সাথে কথোপকথনের খুব ইচ্ছে করে
সারা দিনের ক্লান্তির রেশ যখন ঘিরে ধরে আমায়
চোখের পাতায় বিবর্ণ স্বপ্নের প্রতিচ্ছবি হাসে
নির্মম পরিহাসের অবাক আঁধারে ছেয়ে যায় চারিপাশ
শীতের রাতে উষ্ণতাবিহীন একাকিত্বের দেয়ালে
আমি দেখি আমার ছায়ামূর্তির আবির্ভাব।


বিকট অট্টহাসির অন্তরালে একে একে নামে বিষণ্ণতা
অগণিত অব্দারম্ভে একাকিত্বের সৈকতে নির্বাক দাঁড়িয়ে
অনিশ্চিত জীবনের মদাত্যয়ের আবেগ নিয়ে চুপচাপ
কতো যুগ মন খুলে হাসিনি তা আজ মনে নেই
এখন খুব ইচ্ছে করে কারো আঁচলে মুখ লুকোতে

আমি পেতে চাই তোমায় একান্ত কাছে অমিয়ের পেয়ালায়  
জীবন পথের বাঁকে বাঁকে নিবিড় বসন্তের ছোঁয়ায়
চেয়ে দেখি দেয়ালের বুকে উদগ্র আকাঙ্খায় ব্যাকুল জীবনের
অপেক্ষমান প্রস্তরমুর্তি আমায় ডােক মধু হাতছানিতে
তখন দেয়ালের সাথে কথা বলতে খুব ইচ্ছে করে
প্রতিটি মুহূর্ত আমাকে টেনে নেয় উন্মাদনার উন্মুক্ত দ্বারে।
________________
২১ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস  
  © Copyright সংরক্ষিত ®