কোন ক্ষতি নেই যদি কেটে যায় জীবন এভাবেই,
হয়তো আরো কিছু বাকি অংকের।
অতীতের আর ভবিষ্যতের হিসেব কষে কি হবে,
পথের ধুলোয় পরে রবে এভাবেই।
জীবন সেতুর এপাশ ওপাশ শুধুই অন্ধকারে ঢাকা,
মাঝ পথে চলমার প্রেক্ষাপটের দৃশ্য।
হাসি কান্নার বেড়াজাল আকাশ ছোঁয়া প্রত্যাশায়,
নির্বিকার চাওয়া পাওয়ার ভিড়ে।
মুখোশের আড়ালে আরেক মুখোশের আবির্ভাব,
নিজের লাশ নিজেরই কাঁধে নিয়ে।
লক্ষ কোটি মানুষের ভিড়ে একাকিত্বের মাজারে,
মানুষ প্রকৃতির খেলার পুতুল মাত্র।
পাপ পূর্ণ স্বর্গ নরকের রেখা এঁকে নিজের হাতে,
নির্দ্বিধায় ছুটে চলা জ্যোতিষী দ্বারে।
ধর্ম হয়েছে বিক্রি ধর্মান্ধ পুরোহিতদের হাতে,  
এখন বাকি শুধুই ব্যবসার খনি।
মন্দির মসজিদ গির্জা প্যাগোডা খানকা মাজার,
সব জায়গায় বাঁজে অর্থের ধ্বনি।
________________
২২ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®