অনেক কিছুই হারিয়ে গেছে অচিন সুখের খোঁজ নিখোঁজে  
অচৈতন্য চিন্তিত ঘুমের ঘোরে নীরব পাতার ভাঁজে
জীবনের অনাদিকালের চলমান বিস্ময়কর স্রোতধারায়
নিজেকে লুকিয়েছি অজস্র অজানা পর্দার আড়ালে
ভোরের অসমাপ্ত স্বপ্নের নীলাভ সীমান্তের বলিরেখায়  
নিকষ আঁধার আরশির প্রতিচ্ছবির মাঝে।


ভেবেছিলাম প্রভাতের সোনালী আলো নিয়ে যাবে ডেকে
আবীর রাঙা গোধূলির চিক্ চিক্ বালুকাবেলায়
অস্তাচলের সীমানা ছুঁয়ে যাবে সুখের এক মৌন মিছিল
অগণিত দীপাবলি হাতে নেমে আসবে ধীরে ধীরে
নীলাভ অলিন্দের বুকে শুভ্র মেঘ এঁকে দেবে
উদিত অনুপম জ্যোৎস্না ভরা সুখ শব্দকুঁড়ির স্বপ্ন।  


এখন ভেসে উঠে আকাশের নীলে ভোরের শিশিরে
নিত্য অনিত্য সকল আয়োজনের মাঝে
নিমগ্ন অবর্ণনীয় শব্দহীন অস্থিরতার বুকফাটা অভিমান
আর ব্যর্থতার নির্বাক রংহীন বিবর শূন্যতা
সময়ের ব্যাকুল বেলায় আহত ইচ্ছেগুলো ভেসে বেড়ায়  
উদ্বেলিত অস্পষ্ট যন্ত্রণার প্রবাহিত স্রোতে।
________________
২৩ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস  
  © Copyright সংরক্ষিত ®