বেলা ব’য়ে যায় গোধূলির মেঘ সীমানায়
উদাসী মৃত্তিকার শূন্য পেয়ালায়
চোখের তারায় বিকেলবেলার অলস ধূসরতায়
সন্ধ্যার আবেশে উড়ে গেছে নির্বাক
সোনা ঝরা দিনের মৌনতা নিয়ে অস্তাচলের
অসীম আঁচলের নীড়ে।


জ্বলে উঠে অন্তহারা আকাশের গৌরী দীপশিখা
অব্যক্ত বাস্তবতার নিরেট পাথরে
নিঃসহায় নগরীর নিত্য নব দিবসের খোঁজে
রোদেলা বিষণ্ণতায় ভরে থাকে তপ্ত দুপুর
পড়ন্ত দিনের আবীরের অবসানে
নীহার নীল অর্ণবের উত্তাল অশ্রু জলে।


জানি না অতীতের শোভাযাত্রা কখন যবনিকা
টেনে গেলো মরীচিকা ভরা পথের আঁধারে
সর্বনাশের বাসনায় জীবনের সাঁঝে
সন্ধ্যা প্রদীপ জ্বলে অবহেলার তপ্ত বালুচরে
মরুভূমির জ্যোৎস্নার দোলনায় হাসে অতৃপ্ত
জীবনের ব্যর্থ প্রণয়ের স্বাদ সময়ের উদ্ধর্তনে।


অনাদরে বসন্তে আস্তাকুঁড়ে হারিয়েছে সুখ স্বপ্ন
বিষাদের অনুভূতি সৃষ্টির দ্বারে বাকরুদ্ধ
চলমান জীবন ডুবেছে নুড়ির অথৈ সাগরে
আনন্দ প্রেম সবই যেন এক গভীর অহমিকা
এলোমেলো ডানা মেলে উড়ে যায় সূতিকালয়
বৈতরণীর তীরে মৃত্যুর ঝংকারের স্বাদে।
________________
২৫ ডিসেম্বর ২০১৬  এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®