একটি আলোকময় কবিতার জন্য নির্দ্বিধায়
হেঁটেছি কত পথে ঘাটে মাঠে প্রান্তরে
কাদা জল ডিঙিয়ে ঘুরেছি অজানা রাজ্যের
নিঃসীম নিঝুম অন্ধকার পথে।


খুঁজেছি কত নির্মম পরিহাসের বিধস্ত কাননে
আকাশের আড়ালে উজ্জ্বল নক্ষত্রগুচ্ছে
আঁকতে চেয়েছি অব্যক্ত কত কথার আল্পনা
চেতনার মুক্ত ক্যানভাসে।


বিষাক্ত অক্ষরের তীক্ষ্ণ উন্মুক্ত তলোয়ার হাতে
লিখতে চেয়েছি জাগরণের কথা কাব্য
অবাধ্য ঘোড়ার লাগাম চেপে ব্যর্থ ফিরেছি
জীবনের উড়ন্ত ঘূর্ণিপাকে উড়ে।


হ্যা ! একটি কবিতা, অন্ধকারে ডুবে থাকা
সমাজের মানুষদের আঙুলের রেখায়
অস্তিত্বের নিকৃষ্ট শোষণের দেয়ালে এঁকে দিয়ে
ঈশ্বরের শ্রেষ্ঠ গোপন রহস্যের সন্ধানে।
________________
২৬ ডিসেম্বর ২০১৬  এথেন্স.গ্রীস
   © Copyright সংরক্ষিত ®