তুমি জানো না হয়তো জানবেও না,
আমার ঠোঁটের গুনগুন ধ্বনিতে তোমার বসবাস।
আমার ঘুমের ঘোরে, আমার নিঃশ্বাসে,
তোমার নিঃশ্বাসের উষ্ণতা জাগায় অগাধ শিহরণ।
যখন আমি ঝরে পড়ি হেমন্তের ঝড়ে,
তুমি বেঁধে রাখো এই মায়াময় পৃথিবীর আনন্দে।
নক্ষত্রেরা চেয়ে থাকে নিঃশব্দ নয়নে,
নতুন আকাঙ্খা নিয়ে মনে নতুন সময়ের উপকূলে।  
জীবনের স্বাদ লেগে থাকে ক্লান্তির মাঝে,
আকাশ ছড়ায় নীল জ্যোৎস্না জীবনের আহ্লাদে।
অনেক পথ হেঁটেছি আলো অন্ধকারে,
তুমিহীন যৌবনের সুপ্ত বাসনার ঢেউয়ের অনন্তে।
আমার শব্দেরা অভিমানে ছুঁয়ে যায়,
অনিন্দ্য সুন্দর তোমার কপোলের রক্তিম আভায়।
আমি তোমাতেই খুঁজে পাই আবার,
হাজার অরণ্যের রোদন নির্লিপ্ত বুকের অন্তরালে।
নির্বাক সন্ধ্যা প্রদীপ অঝোরে কাঁদে
বাসনার সাঁঝে ধসে পড়ে জীবনের মরীচিকায়।  
আর নয় অনেক হয়েছে জীবনে,
এবার মধু প্রলেপে হেসে উঠুক রক্তের কর্কশ স্বাদে।
তোমার পৃথিবী গাইবে নতুন গান্‌,  
শুভ্র মনের আকাশে অর্ণবের তরঙ্গে প্রেমের সুরে।
________________
২৭ ডিসেম্বর ২০১৬  এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®