একটি  বিচিত্র আয়নায় নিজের অতীতের বিবর্ণতা মুছে
প্রত্যহ প্রভাতী সূর্যের রঙ মেখে নীরব বুকে
বর্তমানের পাথর চাপা ইচ্ছেগুলো অভিমানী চোখে
নিস্তব্ধ নিরালায় ব্যাকুল করে যায় আমায়।


অপরাহ্নের নিঃস্বঙ্গতায় আঁখির উত্তাল সৈকতে সফেন ঢেউ
বিষণ্ণ সুঘ্রাণ জাগায় নিঃশ্বাসের উষ্ণতায়
অবিশ্বাসের মিছিলে আমার অস্তিত্বের ধোঁয়াশায়
আবিরের দাগ ছুঁয়ে যায় নৈশব্দের গোধূলির ছায়ায়।


আমি অনুরাগের সন্ধ্যায় একটু সুখ খুঁজি নির্বাক নয়নে
নিকষ আঁধারের গায়ে এঁকে অনিশ্চিত স্বপ্নরাশি  
বয়সী চোখের ছাপ লুকিয়ে কোকিলের কুহুতানে হারিয়ে
ধূলিকণায় জীবন বদলে যায় প্রবঁচক ধাপে ধাপে।


জীবন পথের বাঁকে বাঁকে সীমাহীন বৈচিত্রতার কারুকাজ
বার্ধক্য শরীরের ভাঁজে ভাঁজে বিরল প্রেম হাসে
সর্বাঙ্গে সুন্দর নির্মল হাসির সুদর্শনা দৃশ্যের আড়ালে
প্রেমবাঁশরী মূর্ছনা জাগায় জীবনের শেষ প্রহরে।
________________
৩০ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস  
   © Copyright সংরক্ষিত ®