প্রিয়ন্তী কে দেখে আমি অবাক হলাম
আমার সমস্ত শরীরে জাগলো কাঁটার শিহরণ
আমি নির্বাক নয়নে তাকিয়ে ছিলাম
এ'কি ! এতো পরিবর্তন এসেছে শরীরের ভাঁজে
কোথায় সেই ভ্রমর কালো দু'টি চোখ
কোথায় সেই গোলাপের পাপড়ি ঝরানো হাসি
এই'তো কয়েক দিন আগের কথা
নির্মল বাতাসে উড়ন্ত কেশ কাশফুলের শুভ্রতায়
শান্ত ঝিলের পাড়ে মধুর স্নিগ্ধতায়
স্বপ্নীল অধরে বাহারি প্রজাপতির বর্ণিল আভা
সব মানুষের মনে জাগাতো প্রেম
অনারোগ্য ব্যাধির হাতছানিতে পাল্টে দিয়েছে
কতোটা অচেনা করে তুলেছে তাকে
আমাকে দেখে অবাক কণ্ঠে আমায় কাছে ডাকে
আমি হাত ধরে সান্ত্বনা দিয়ে বলি
মৃত্যু আছে বলেই আমাদের জীবন এতো সুন্দর
মৃত্যু আছে বলেই প্রেম এতো মধুর
দেখো দূরের আকাশে স্বপ্ন ভাসে জীবন মোহনায়
চলো জীবনের হাত ধরে পাশাপাশি
নির্দ্বিধায় প্রকৃতির নির্মম বাস্তবতায় যাই হারিয়ে।
________________
১০ জানুয়ারি ২০১৭ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®