মেয়ে তোমায় বলছি শোনো একান্ত মনে
তুমি এভাবে জড়ালে কেন হৃদয়ে আমায় চুপিচুপি
বাজিয়ে গেলে শত ধারার সুর সংগোপনে
ধীরে ধীরে হৃদয়ের ক্যানভাসে হলো কতো স্বপ্ন ছবি আঁকা।


সুদূর প্রয়াসে আছি জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অজস্র তাগিদে
নিজের যত ক্লান্তি ভুলে নির্দয় শরীরে
হয়তো উপার্জন করেছি অঢেল আছে অনেক টাকা
কখনো জেনেছ কি আমার জীবনে রয়েছে কতটুকু ফাঁকা।


সৃজনশীলতা খুঁজো তুমি অলীক কল্পনায়
স্বপ্নে অনুভবের হাতছানিতে নির্বাক হাসিতে
মুগ্ধ চোখের মৌনতায় ঠোঁটের হাসির অন্তরালে
যুগের ব্যবধানে হয়েছে জীবনের পথ শুধুই আঁকা বাঁকা।


অগণিত প্রত্যাশার ভিড়ে হয়তো খুঁজে পাবেনা
কখনোই সেই সুখ স্বপ্ন মাখা মধুর জীবনের আশা
বিফল হবে সকল বাসনা অভিলাষী জীবনে
রয়ে যাবে সব কিছুই নিষ্ফল মরুভূমির মতো ধুলো মাখা।


যাও ফিরে যাও তুমি মায়ের মায়াবী আঁচলে
কষ্টবিহীন জীবনের মমতা ভরা সেই স্নিগ্ধ ছায়া তলে
যেখানে আছে তোমার সকল আবদারের স্বপ্ন তরী
শ্রেষ্ঠ নিস্বার্থ ভালোবাসা লোভ লালসাবিহীন আঁচলে ঢাকা।
________________
১৫ জানুয়ারি ২০১৭ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®