সময়ের নির্বাক মোহনায় হেঁটে যেতে দেখেছি তোমায়
অবাক করা প্রেমের অবিরাম মূর্ছনায় হারিয়ে
কি করে এতো প্রেমের মুগ্ধতা নিয়ে তপ্ত জীবন পথে
কেন পা'বাড়ালে আঁধার মরীচিকার অন্তরালে
অজানা আঁকা বাঁকা বিষাদ মাখা অরণ্যে।


আজো জীবনের সঠিক মানে ঠিক মতো হয়নি জানা
ব্যথার করিডোর আঁকা অসীম নীলের আল্পনা
অশান্ত মেঘের আনাগোনা প্রবাহিত উত্তাল পবনের ধ্বনি  
এখনো শুনি সৈকতে ডুবন্ত সেই প্রেম তরীর কান্না
বিষণ্ণ হলুদ পাতা ঝরা ঘাটে অসহায় চেয়ে ছিল হাত বাড়িয়ে।


বুকের ভেতর গভীর হাহাকার হৃদয়ে উঠে এক তোলপাড়
মোচড় দেওয়া তীক্ষ্ণ যন্ত্রণার এক অসহ্য অভিঘাতে
হঠাৎ ছিঁড়ে গেল অমূল্য মায়াবী সুতোর বন্ধন অনায়াসে  
হারিয়ে গেলো জীবনের অনিন্দ্য সুখের ভেলা অথৈ জলে
আমি বাকরুদ্ধ নয়নে দাঁড়িয়ে ছিলাম নীল সৈকতে।

একটু একটু করে ডুবে গেলো স্বপ্নের রঙিন পাল তোলা নৌকা
প্রেমের যবনিকা টেনে দিয়ে গেলো হৃদয় সীমান্তে
আমি ব্যর্থ পানকৌড়ির মতো অসহায় অবাক দৃষ্টিতে দেখি
অর্ণবের ভয়াল গর্জনে কি করে বিলীন হয় অস্তিত্ব
জীবনের কঠিন পথে বিন্দু বিন্দু করে জমিয়ে রাখা প্রেম।
________________
১৬ জানুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®