স্বপ্ন আর বাস্তবতার মধ্যস্থতায় আমি আজ ক্লান্ত
বাস্তবতা দাঁত বের করে হাসে আমার ব্যর্থতায়
জীবনের সব কিছুই যেন ধূসর মলিন ছন্নছাড়া।


স্বপ্নে এখনো এঁকে যাই স্তব্ধ রাতের গভীর অন্ধকারে
আলগোছে মনের বিষণ্ণ অভিসারে সাঁতার কেটে
বিধুর সময়ে জীবনের চিরধরা দেয়ালের প্রতিচ্ছবি।

ব্যাকুল প্রত্যাশাগুলো বাকরুদ্ধ হয়ে জমাট বেঁধে থাকে
আঁধারের পথ ধরে নেমে আসা রাতের প্রতিধ্বনিতে
নির্বাক দাঁড়িয়ে থাকে নির্বোধ পৃথিবীর পান্থশালায়।


লোভের আলোয় হারায় প্রিয়জনেরা স্বার্থের টানে
হিসাবের খাতা হাতে নিয়ে ভুলের মাশুল দিতে গিয়ে  
আরো কিছু ভুল যোগ করে ফিরি শূন্য হাতে নীরবে।


কোথায় কিসের আশায় মহাকালের অন্ধকার গর্ভে
মিথ্যে আশার আলোর হাতছানিতে ফিরে তাকাই
সেই অদৃশ্যের অবাক করুণ স্বার্থপরতার মায়াজালে।


আর নয় অনেক হেঁটেছি ধুলোমাখা সময়ের পথে পথে
এবার না হয় গোছাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা সব
জীবন পথের স্বপ্নগুলো একটি একটি করে আবার।  
________________  
১৯ জানুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®