(পৃথিবীর সকল মা জননীকে বিনম্র শ্রদ্ধার সাথে উৎসর্গ করলাম)


মায়ের কোন মা ছিল না বলে,
কখনোই তাকে অশান্ত দেখিনি।
দুপুরের রোদে ঘামতে দেখিনি,
কনকনে শীতে কাঁপতে দেখিনি।
আনন্দে বর্ষায় ভিজতে দেখিনি,
মন খুলে কখনো হাসতে দেখিনি।
নিত্য হাড় ভাঙা খাটুনির পরেও,
শান্তিতে একটু ঘুমুতে দেখিনি।
অজস্র কটু কথা শোনার পরেও,
কখনোই তাকে কাঁদতে দেখিনি।
অবশিষ্ট আধো পেট খেয়েও,
কখনোই তার মুখ মলিন দেখিনি।
অনেক প্রাপ্য বঞ্চিত হয়েছে তবুও,
তার কোন অভিযোগ দেখিনি।
মাথার ঘাম পায়ে পড়েছে বটে,
কখনো সেই ঘাম মুছতে দেখিনি।
পাটিহীন মাটিতে ঘুমিয়ে সর্বদা,
কখনোই তাকে ক্লান্ত দেখিনি।
প্রসাধনী আছে শুনেছি কিন্তু,
কখনোই তার ব্যবহার দেখিনি।
কেটেছে আমার শৈশব অনেক কষ্টে,
তবুও একটু অবহেলা দেখিনি।
মা'কে সবাই বলেছে কাজের বুয়া,
তাতেও মায়ের কোন সংকোচ দেখিনি।
________________
২০ জানুয়ারি ২০১৭..এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®