বলেছিলে অনন্তকাল তুমি বৃষ্টি হয়ে ঝরবে আমার উঠোনে
জীবন গালিচায় নীল অপরাজিতার মধুর হাসি হেসে
শিশির সিক্ত প্রভাতে সৌরভ ছড়াবে হৃদয় মালঞ্চে  
তোমার প্রতীক্ষায় কেটেছে অগণিত যুগ তৃষ্ণিত চোখে।

জীবনের বিদীর্ণ সীমানায় অজস্র বছর ধরে হেঁটেই চলেছি
ক্লান্তি আর কষ্ট যন্ত্রনার সম্মুখীন হয়েছি শত বার
পার করেছি স্বস্তিহীন জীবনে অনাদিকালের স্তব্ধ নিশি
কত বিনিদ্র প্রহর শিশির ভেজা প্রান্তে নির্বাক চেয়ে।
  
কাকডাকা শুভ্র প্রভাতে অলসতার দ্বার ভেঙে অঢেল ক্লেশে
শুধুই অসহ্য বেদনার নোনাজলে শূন্য বুক ভাসিয়ে।
তুমি কি ভেবেছো কখনো ভোরের নিরালায় কি করে
তুমিহীনতায় কেটেছে আমার কত দুরন্ত সময়
নিভৃত বাতায়নে দাঁড়িয়ে পার করেছি কত রজনী।


আমি কতবার কল্পনায় ভোরের হাওয়া হয়ে ছুঁয়েছি তোমায়
ক্লান্ত দুপুরে স্নিগ্ধ মেঘ হয়ে করেছি তোমার শরীর শান্ত
বিকেলে মাঠে রাখালের সুরে শুনিয়েছি মন ভোলানো গান
সময়ের বুকে লিখেছি কত কাব্য তোমায় নিয়ে।

এখনো কি হয়নি সময় হৃদয় অলিন্দে নক্ষত্রের ফুল ফোটাবার
তুমি কি আজো দেখতে পাওনি আমার চোখের পিপাসা
কতো জমাট বাঁধা অব্যক্ত আর্তনাদের করুণ সুর নয়ন কোণে  
তোমায় পাবার অপেক্ষায় গভীর রাতের নিকষ আঁধারে
এপাশ ওপাশ করে কাটে জ্যোৎস্নার অবাক মৌনতায়।  
________________
২১ জানুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®