প্রিয়ন্তী তুমি চেয়ে দেখো আমার অধরের ভাঁজে ভাঁজে
অগণিত রাত্রি জাগা প্রহরের শত কষ্টের দাগ
মৌন অবসাদের দেয়াল জুড়ে অধীর অপেক্ষায় হয়েছে
নৈশব্দের নিষ্পেষিত স্বপ্নগুলো আজ বিলীন
নিয়তির চক্রের ব্যবধানের দুর্বিপাকে আঁখি ছল ছল
হৃদয়ের প্রাচীরে দগ্ধ কাজলের দীর্ঘশ্বাসে।


শূন্যতার অঝোর শ্রাবণ ঝরছে নীরব অরণ্যের রোদনে  
ভিড় জমানো নিত্য অর্বাচীন ব্যথার অর্পণে
দূরত্বের বিভেদের প্রাচীর বিচ্ছিন্ন করেছে সময়ের দ্বার
ধূসর অরণ্যে হলুদ ঝরা পাতা বিদীর্ণ প্রান্তরে
একাকী দিবালোকের স্বপ্ন ছায়ায় নিরন্তর দাঁড়িয়েছিলাম
শুধুই তোমার অযাযিত মনের সীমারেখায়।


জীবন সময়ের ফ্রেমে বন্দি নিয়তির রেখার মায়াজালে
নিষ্প্রাণ বিভীষিকাময় রাত কখন হবে ভোর
চোখের কোণে বিন্দু বিন্দু হয়ে ভিড় করে অভিমানী মেঘ
তখন দূর নক্ষত্রের আলো অসীমে মিশে যায়
বিহঙ্গেরা ফিরে যায় সন্ধ্যায় সোনালী আভার আনন্দে  
শুধু আমি আজো প্রতীক্ষায় ফিরিবার নীড়ে।
________________
২৩ জানুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®