আধপোড়া সংসারের দ্বিধাদ্বন্দ্বে নিজেকে লুকিয়ে
জ্ঞান গর্ভে অসম্পূর্ণ শব্দ মালায় পরিপূর্ণ
দৃষ্টিহীন কালের গভীরে জন্ম নেয় কবির কবিতা
অনর্থক সর্পিল নামকরণে বিভ্রান্ত কবি।

ধুলোমাখা পথের ক্লান্তিতে নিশ্চিহ্ন সমাধির বুকে
খুঁজেই চলেছি তোমায় বাকরুদ্ধ নয়নে
শিকড়হীন ব্যক্তিত্বের বোঝা মাথায় নিয়ে নির্বাক
মৌনতা ভরা সময়ের স্রোতে ভেসে ভেসে।


প্রভাতী ফুল ফোটার আগেই যবনিকা টেনে গেলো
কবির শব্দগুলো পংক্তিমালার মরীচিকায়
চারিপাশে সাড়াহীন নিঃশ্বাসের মাতাল উষ্ণতা
কবিতার বুকে এঁকে দেয় স্তব্ধ নীরবতা।


বিমূর্ত রাতের একলা বিছানায় উদাসী বাতাসে
উড়ে উড়ে নিরুদ্দেশ হয় কবির শব্দমালা
কবিতার কাঠগড়ায় দাঁড়িয়ে কবি শান্ত  চোখে
চেয়ে হাসে জীবনের স্বরহীন ব্যর্থতায়।
________________
২৪ জানুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®