এবার সময় হয়েছে ফেরার অন্তহীন যাত্রা পথে
কত যুগের নির্মমতা ছুঁয়ে গেছে দগ্ধতার আঁচলে।

অহর্নিশ হৃদয়ে ভরে দিয়েছে অহেতুক প্রত্যাশা
প্রশান্তির আলো খুঁজেছি অংকের বিষমধু অহনে
দিনান্তের দ্বারে দাঁড়িয়ে দুর্ভেদ্য মধুক্ষণের আশা
সময়ের বুভুক্ষায় নিভন্ত প্রদীপের অহমিকায়।


জীবন যুদ্ধে পরাজিত উদ্দীপিত যোদ্ধার মতো
কত সময় পার করেছি অসাময়িক বৈচিত্রতায়।


সায়াহ্ন বেলায় অস্তমিত সূর্যের রক্তাক্ত আল্পনায়
উদ্ধর্ত নৈশব্দের সমীরণ মেলাতে হারিয়ে যাবো
নির্দ্বিধায় ক্রমান্বয়ে দৈত্য সময়ের অথৈ পাথারে  
ইতিহাসের বিবর্ণ দৈবাৎ প্রান্তরে পাণ্ডলিপি হয়ে।

যাপিত জীবনের স্বপ্নগুলো রংহীন বসন্ত কাননে
একাকী চলার অন্তহীন যাত্রা পথের অন্তরীক্ষে।
________________
২৭ জানুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®