জীবনে এমন একজনকে খুব বেশি প্রয়োজন  
যাকে তুমি বলে ডাকবো হৃদয়ের আত্মভূত করে
অন্ধকার রজনীতে বিশ্বাসী সহচরী হয়ে
প্রেম সত্ত্বায় জাগাবে আগুন ঝরা বসন্তের হাসি।


জ্যোৎস্নার মতো হেসে মনের আকাশে বুনে দিবে
রাশিরাশি স্বপ্নের জাল সময়ের অবয়ব ঘিরে
মুক্তোর ঝলকানি ওষ্ঠের নিচে সুগন্ধি আবেশে
হৃদয় ব্যাকুল হবে নূপুরের রিনিঝিনি ছন্দে।


হঠাৎ করেই মনের করিডোরে এক পশলা বৃষ্টি
হয়ে প্লাবিত করে যাবে দীর্ঘ দিনের অশান্ত হৃদয়
শরীরের ভাঁজে ভাঁজে লাবণ্যময়ী আঁচড়ে
অস্পর্শনীয় গলিঘুঁজিতে দুর্বার অনুরাগ জাগিয়ে।


এসো সখি অনুভূতির স্পর্শে প্রণয়ের শান্ত নিশীথে
এসো রক্তিম প্রভা বিলীন যাওয়ার আগেই
বৈরী বাতাসে ভেসে স্বপ্নাকাশের মধুর সংযমে
অভিসারের মোহনায় মনের নীরব গহনে।  
________________
৩০ জানুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®