এক মুঠো স্বপ্ন ছিল ভ্রান্ত আয়নার অন্তরালে
অচেতন অবুঝ মনে দ্বিধাদ্বন্দ্বের আস্বাদিত মুহূর্তে
আঁখিঠারে আঁচড়ানো অকুলীভূত বাসনাগুলো
আঁধার রাতের বুকে বেড়ে উঠে অসীম তীব্রতায়।


জরাজীর্ণ ফ্রেমে বাঁধা দগ্ধতার আঁচড়ে আঁকা স্বরলিপি
কৌমার্য সময়ের অনেক স্মৃতির প্রতিচ্ছবি
আয়নার আস্তরণে ক্রন্দসী সময়ের সমীক্ষায়
দ্বিপ্রহরের উষ্ণতা বুকে নিয়ে সেই অনুযোগের রথে।


একরাশ নৈশব্দের কৈলাসী স্রোতধারায়
তন্দ্রালু আবেশে হারিয়ে মলাটহীন জীবন খাতায়
সময়ের চৌহদ্দি পেরিয়ে অনীহা জড়ানো প্রহরে
দর্পনের বুকে নির্বাক চেয়ে থাকি একাকী দমিত নয়নে।


আরশির অন্তরালে জোনাকির আঁকা ছবি
বৈরী বাতাসে ঢেউয়ের নৃত্যে ছেঁড়া পালে ভাসছে হৃদয়  
দলিত অনুভূতি অনিদ্রায় অঙ্গীভূত নিজ ভুবনে
দ্রোহী একাকিত্বের উদাসী অসহায়ত্বে ব্যর্থ আকুলতায়।


বাস্তবতার ভোঁতা অনুভূতি নিথর করে রেখেছে
দহনজ্বালা বিঁধানো আরোহিত বাঁধাধারা নিয়মের জালে
নির্ঘুম রাতের অতন্দ্র প্রহরীর মতো তৃষ্ণার্ত
আধো দেখা স্বপ্নগুলো বিবর্ণ আস্তরণে মুকুরের অন্তরালে।  
________________
৩১ জানুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®