হে কবিতা ! তুমি আমায় ক্ষমা করে দিও
বেদনার অথৈ সাগরে অসূর্যস্পশ্যা তুমি
ভেসে চলেছো ভালোবাসার টানে দুর্বার অন্তর্জলে
নির্ঘুম রাতের বিন্যাসী অক্লেশে হৃদয় গভীরে
নীল সলিলের বাঁধ ভাঙা তরঙ্গ ধ্বনিতে।


কথাচ্ছলে দুর্ভেদ্য নিশীথের অশান্ত প্রহরে
আঁকি তোমায় হৃদয়ের ক্যানভাসে শব্দের আঁচড়ে
অবুঝ মনের মন্দিরে অবোলা ঘুমের ঘোরে
বিযুক্ত বিধুর বাঁশির বিষ মাখা প্রতিক্রিয়ায়
ইচ্ছা ঘুড়ির ছেঁড়া জীর্ণ কাগজী শরীরের গহীনে।


নিবভাঙ্গা কলমের ক্লান্ত দৃষ্টিতে হৃদয়ের সীমান্তে
তোমার মৃত্যুর আলিঙ্গনী গন্ধের যন্ত্রনায়
কন্ঠস্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে ধূলোতে মিশে
রুপান্তরিত হবে আমার শেষের কবিতায়
উঠবেনা তুমি শব্দের সমুদ্রে উত্তাল ঢেউ হয়ে।


প্রভাতী ফুল ফোটার আগেই স্বপ্ন মরীচিকায়
টেনে দিয়ে এক দীর্ঘ সম্পর্কের যবনিকা
ঘুমন্ত পৃথিবীর বুকের বৈচিত্রহীন ধূসর জগতে
সখ্যতা আনন্দহীন জীবনের সাথে বসবাস
তুমি শুধু স্মৃতি হয়ে রবে জীবনের ছিন্ন পাতায়।  
________________
০১ ফেব্রুয়ারি  ২০১৭ এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®