একজন বন্ধু চাই মনের মতো নিঃস্বার্থ
অবাস্তব হলেও অনুভূতিতে চাই একান্ত ভাবে
হাসি কান্না দুঃখ বেদনা ও ভালোলাগার স্পর্শে
অসৎ জগতে সৎ আবেশ মাখা হাসির অন্তরালে।


শারীরিক স্পর্শের বাহিরে জৈবিক কামনা বিহীন
নিঃশ্বাস ভারী হয়ে যায় এমন অবাক প্রহরে
শুধুই অনুভবে অনুভূতির ছোঁয়াচে মায়ায় ভেসে
নির্বাক করা মৌনতায় হেসে পাশে রবে নির্বিশেষে।


হেমন্তের পড়ন্ত বেলায় গোধূলি আলপনায়
বিষণ্ণ বিকেলে অলস ক্লান্তির আবেশে হৃদয়ে
স্থায়ী আনন্দের স্নিগ্ধ বাঁশি হয়ে নয়নের গভীরে
আধো ঘুমের ঘোর ভাঙাবে মধুর আলিঙ্গনের পরশে।


অনুভূতির অবাক করা বাঁধ ভাঙা আহ্লাদে
একান্ত নিবিড়ে চোখে চোখ রেখে মনের ভাব প্রকাশে
মধুর আলাপনে উত্তাল করা প্রণয়ের স্বাদে
নির্ঘুম রাতে গল্পের সহচরী হবে পূর্ণিমায় ভেসে।  
________________
০৬ ফেব্রুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®