ফিরে এসো তুমি এ জীবনে  
বিরহ দহনে বিন্দু জমেছে দু'চোখের কোণে
শূন্য পথপানে চেয়ে হৃদয় অপেক্ষার প্রহর গুনে
স্বপ্নগুলো জেগে উঠেছে সংগোপনে ছন্নছাড়া জীবনে।


জানিনা কতটুকু ছিল ভুল
জীবন প্রবাহে হয়েছে সব একূল অকূল
দগ্ধ বুকে সময়ের নিরন্তর ব্যথা হয়েছে প্রতিকূল
বিষাদী হর্ষে হয়তো আজ হবে বিলীন হৃদয়ের মুকুল।


আবেগী মনে ভাবনার শতদল  
তুমি যদি থাকো এভাবেই দূরে অবিচল
নেমে আসবে প্রতি প্রহরে বিহঙ্গমায় অশ্রুজল
হৃৎপিন্ডে একাগ্রচিত্তের অসংহত ব্যথা অবিরল।


কিছু কল্পনার ক্যানভাসে
মহার্ঘ্য জীবনের নিবিড় প্রত্যাশা ভাসে
অবেলার শ্রান্ত সূর্যের শতছিন্ন কিরণের পাশে
গরবিনী ওষ্ঠের অম্লান মুক্তো ঝরুক দন্তবিকাশে।
________________
০৮ ফেব্রুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®