প্রবল ইচ্ছে ছিল হঠাৎ করে স্মৃতির শহরে যাবো
শহরটি আমায় দেখে হতভম্ব হয়ে চেয়ে থাকবে নির্বাক
আর সেই চশমাওয়ালি মেয়েটিও অপলক নয়নে
আমার হাতে এক গাদা চকলেট গোটা কয়েকটা লাল ফুল।

আমায় দেখে বাকরুদ্ধ চোখে জমে উঠা অশ্রু বিন্দুগুলো
ভূবন ডাঙ্গার খিল খিল হাসির আড়ালে লুকাবে
আমি মুগ্ধ হয়ে দেখবো সেই অনিন্দ্য সুন্দর হাসি
স্মৃতির শহরে দেখবো বসন্ত কানন স্নিগ্ধ তটিনীর তীর
ঐতিহ্যবাহী স্থান রেশমের খামার আরো কত কি!


যখন ঘুরে ক্লান্ত হয়ে বসবো চায়ের টং দোকানে
তখন চারিদিকে নামবে শান্ত মাধুবী সন্ধ্যার আবেশ  
হৃদয়ে বেজে উঠবে বিদায় বেলার কষ্টের ঘন্টি
চশমাওয়ালি মেয়েটির মুখ দেখে নিবো আরেক বার  
অনেক ইচ্ছে করবে আটকে রাখি তাকে কোন অজুহাতে।

সন্ধ্যার মৌন প্রহরে কাশফুলে ঢাকা প্রান্তরে
প্রজাপতির বর্ণিল ডানায় আকাশের তারা গুনতে।
________________
১০ ফেব্রুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®