( ভালোবাসা দিবস উপলক্ষে )


প্রথম ফাল্গুনের এক স্নিগ্ধতা জড়ানো সন্ধ্যার গল্প
কৃষ্ণচূড়ার রক্তিম আলো ছায়ায় লুকোচুরির খেলা ছলে
মুখোমুখি বসে কাটানো কিছু অমূল্য অনুপল
স্বরণীয় কিছু মনোমুগ্ধকর সংলাপের মায়াজালে বন্দী হয়ে।

হৃদয়ের স্পন্দনে অবিরত অজানা শিহরণে তৃষ্ণার্ত মনে
কাজলে ঘেরা নয়ন যুগলে অজানা জটিল আকর্ষণে
কমনীয়তা আর মাধুর্যে ভরা রূপের আবছায়ায়  
নির্ভরতার ডানায় ভর করে মিশে যাওয়া পলকা হাওয়ায়।


যেখানে অমোঘ আকর্ষণে নেমে আসে পল্লবী মাধুরী
এলোমেলো ভাবনার আনন্দে ফুলঝরি উড়িয়ে  
সন্ধ্যার হাতছানিতে ডেকে আনে ধীরে নিকষ আঁধার
অশান্ত মন জেগে উঠে অধরাকে জয় করার অক্লান্ত প্রয়াসে।


সকল দ্বিধাদ্বন্দ্বের সীমারেখা ছিন্ন করে নির্বিকার
সময় কেটে যায় এক অবাক প্রহরের মৌনতায় ভেসে ভেসে
অনুরাগের অভিমান ভাঙানোর মাতাল হাওয়ায় উড়ে  
পরমানন্দে ডুব সাঁতার খেলায় মেতে উঠা নির্বিঘ্নে।


অশান্ত নদীতে তীরভাঙ্গা ঢেউ-এ উত্তাল মনের পদধ্বনিতে
নির্বাক কোন দুর্নিবার ইশারায় লেখা হয় সন্ধ্যার গল্প
গভীর ভাবনার আড়ালে অথৈ জলে সাঁতার কেটে
অবশেষে রয়ে যায় হতাশায় জড়ানো কিছু দীর্ঘশ্বাস।
________________
১৩ ফেব্রুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®