এখন আমার কোনই অভিযোগ নেই,
আর নেই কোন অভিমান,
দ্বিপ্রহরে একে অন্যকে ছোঁয়ার অনুভূতি হারিয়ে
করে গেছো নির্বাক অস্তিম আঁধারে ঢেকে
কিছু অব্যক্ত শব্দের পংক্তিমালায়।


আমি জানি তুমি বেশ ভালো আছ অনায়াসে  
অন্যের বাহুবন্ধনের অসীম সুখে
তোমার চেয়ে কম সুখী নই আমি নিজের একান্তে
একাকিত্বের নির্বোধ শূন্য দুয়ারে দাঁড়িয়ে।


চেয়ে দেখো গভীর ভাবে
তুমিহীন যুগের ক্রান্তিকালের অভিসারে হেসে
জীবনের দারুদ্বীপের সমুদ্র পেরিয়ে এসে
শিশির ভেজা ঘাসের শিশমহলে সদা সুখে আছি
স্বপ্ন ফুলের বাগানে অবাক অলীক মায়ায়।
________________
১৪ ফেব্রুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®