তুমি কি খুঁজেছ আমায়,
রোদেলা দেয়ালের সাথে বিদীর্ণ পথের কোলাহলে
সময়ের হাত ধরে হারিয়ে যাওয়া নিশীথ সূর্যে
বাসন্তী রঙের স্বপ্ন আঁকা রক্ত সন্ধ্যার নীলিমায়
নির্ঘুম রাতে দ্বিপ্রহরে ভালোবাসার আলিঙ্গনে।


তুমি কি খুঁজেছ আমায়,
হেমন্তের চৌকাঠের ধূসর ফাল্গুনের জলসাঘরে
শিউলি ঝরা তপ্ত আবেগী দীর্ঘশ্বাসের বিন্যাসে
অন্তনীল স্বরলিপির ভাঁজে অনুভূতির শিহরণে
একাকিত্বের গহীন ব্যকুলতার  তৃষ্ণার্ত প্রহরে।


তুমি কি খুঁজেছ আমায়,
হলুদ গাঁদা ফুলের প্রণয়ে অমৃতের অনুরাগে
দক্ষিণা জানালায় ফাল্গুনী হাওয়ার আবেশে
জীবনের দ্বিধাদ্বন্দের দীর্ঘতর নির্ঘুম ক্লান্তিতে
বিমোহিত উষ্ণতার তৃপ্ত বর্ণিল লেনাদেনায়।


তুমি কি খুঁজেছ আমায়,
হিমঝরা বাতাসে বিরহ দহনের অশ্রু সন্ধ্যায়
শিশির ভেজা চাঁদের জ্যোৎস্নার ছায়া মূর্তিতে
সুপ্রীতের অন্তরঙ্গে কবিতার মধু গীত মূর্ছনায়
নিবিড় সুহাসে হৃদয় গহীনের অধীর অপেক্ষায়।
________________
২২ ফেব্রুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®