এক অপরাহ্নে !
ক্লান্ত কোলাহলের মুখরতা মেখে বের হলাম
আমার মনের বিলুপ্ত সেই প্রিয় শহরের খোঁজে
অজস্র বছরের চেনা জানা পথ পরিচিত পরিবেশ
গাছের শাখে অজানা পাখিদের পরিচিত গান।

এটাই কি আমার শহর !
আমি কি তোমায় দেখেছিলাম হাজার বছর আগে
অগণিত প্রত্যাশার বাঁধনে বেঁধে যুগে যুগে
অঢেল মায়ায় অফুরন্ত ভালোবাসায় ঢেকে রেখিছি
বুনেছি কত মায়াবী স্বপ্ন আলপনা আঁকা ছায়ায়।


একি আমি অজ্ঞ !
আমার এই প্রিয় শহরের পথ ঘাট প্রান্তরে
আমায় দেখে প্রতিটি চেহারা কৌতূহলী আজ
ঠিকানা জিজ্ঞাসায় তাচ্ছিল্যের অট্টহাসি চোখে
মনের কোণে লুকানো স্বপ্নের শহরে আমি বিভ্রান্ত।


বিদীর্ণ পথের বাঁকে !
ঘাম ঝরা প্রহরে বিন্দু বিন্দু হয়ে ঝরেছে ক্লান্তি
আমি সকল অলসতা ভুলে নির্বাক চোখে
আমি আমার প্রিয় শহরের ধূলি কণা গায়ে মাখি
হয়তো এটাই শেষ দেখা জীবনে তোমার আমার।
________________
০১ মার্চ ২০১৭ .... এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®