জীবন অনবদ্য অপরূপ রূপে সজ্জিত সুবিন্যস্ত হলো
অচেনা অজানা রাতের বাসন্তী কুমারী সন্ধ্যার বাতাসে
আমার তপ্ত পৃথিবীর ছোট্ট অংশে প্রেমের উষ্ণ ছোঁয়ায়
মনের ক্যানভাসে ফোঁটা ফোঁটা শিশিরের অভিমান নিয়ে।

অনুবাসিত দীর্ঘশ্বাসে স্বপ্নময় ফুলের রেণু ছড়িয়ে দিতেই
স্নিগ্ধতায় চাঁদের প্রভা বিস্তৃত হয়ে গেলো হৃদয় অলিন্দে
আমার স্বপ্নে কল্পনায় জাগিয়ে গেলো অবিরল মূর্চ্ছনা
নরম জ্যোৎস্নার মায়াবী আঁচড়ে দু’চোখে মুগ্ধতার জলে।


পড়ন্ত বিকেলের মৌনতায় ক্লান্ত হৃদয়ে লিখেছি স্বরলিপি
নির্ঝর সীমান্তে প্রতীক্ষায় উষ্ণ প্রহরে আমন্ত্রণ জানিয়েছি
যেখানে ছন্দহীন স্বপ্নেরা মিশে গেছে শ্বেত রক্তকণিকায়
জীবনের ব্যাকরণের রঙগুলো জমেছে ক্রমশ নীল হয়ে।


নবজীবন প্রাপ্তির অজস্র প্রহর শেষে চলার পথে যদি
আবারো কোন ঈশানী বেলার তুলির আঁচড়ে গড়া সেই  
হাজার বছর পুরোনো ক্যানভাসের অম্বরের ভাঁজে আঁকি  
ক্লান্ত প্রহরের ছাপ লেগে থাকা একাকিত্বের প্রতিচ্ছবি।


বিচলিত অশান্ত মনের এক সুর তালহীন মূর্ছনায় ভেসে
দুঃস্বপ্নের স্তব্ধ রাতের বন্ধনের ধূসর গোধুলীর বুকে যদি
আবারো উষ্ণ হয়ে উঠে নৈঃশব্দ্যের নিকষ সুগন্ধ ছড়িয়ে
প্রভাতের সোনালী রোদে স্বপ্ন ভাঙা করুণ আর্তনাদ হয়ে।
________________
০২ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®