ট্রয়ের বিধ্বস্ত নগরীর শেওলা পড়া পিচ্ছিল আঙিনায়
সময়ের অতীত ঝরছে অবিরাম ভাঙা পথের চিবুকে
আমি শুধুই অনুভব করি ফেলে আসা সময়ের আহাজারি
যেখানে বাস্তবতা গড়েছে নিঝুম অন্ধকার সাজঘর।


শেওলা পড়া পরিত্যক্ত দালানের চুন সুরকি ঝরা লাল ইট
দাঁত বের করে বিদ্রুপের হাসি হাসে যেন পেতাত্মা শ্মশানে
আমি জানি সেখানে ছিল অতীতের সেরা রূপসীদের বসবাস
এখন দালানের শরীরের গর্তে শুধুই সর্বনাশী বিষাক্ত তক্ষক।


যখন মধ্য দিনের সূর্য ঢলে পড়ে অবাক জীবনের তীরে
মনের গহীনে আলো জ্বলে উঠে বিলুপ্ত স্মৃতির মিনারে
আমি শুনি বিদ্রোহী আত্মার অট্টহাসি নিভৃত জানালায়
প্রাচীন প্রাচীরের ওপারে একাকী নির্জন রাত দুপুরে।


চারিদিকে বিকল আকাশ ঘিরে শুধুই কান্নার লালিমা
প্রায়শ্চিত্তের আশায় বেড়ে উঠে একরাশ মানেহীন প্রলাপ
আমি দেখি মৃত্যুর দেয়ালে হেলেনের কুৎসিত দুঃখ
তার ঠোঁটে গালে ভাসে অজস্র যুগের বেসামাল পিপাসা।


প্রবাহিত সময়ের স্রোত অনেক কিছুই শিখালো আমায়
হয়তো একদিন নিশ্চুপ নির্বাক হয়ে যাবে আমার পৃথিবী
জীবনের জাবর কাটতে কাটতে ঐশ্বর্য প্রাচুর্য্যের নেশায়
শেওলা জমবে অতীতের খাতায় হেলেনের ইতিহাস হয়ে।  
________________
০৩ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®