শব্দের যাত্রায় আমি আজ এক নিঃস্ব পথিক
শব্দের মায়াজালে বেঁধে নিজেকে বাকরুদ্ধ সীমায় এসে
হারিয়েছি জীবনের অসম্পূর্ণ কত সহস্র স্বপ্ন।


অনেক শব্দের প্রতিশ্রুতি হারিয়ে অক্ষমতার আড়ালে
লিখন প্রণালী আয়ত্ত করার ব্যর্থ চেষ্টায়
বন্ধ হয়েছে প্রতিটি দ্বার একে একে সময়ের হাত ধরে।


শব্দ কি শুধুই পোড়া কাগজের জীবন্মে লেখা
অতীতের দৃষ্টিহীন রুক্ষ সময়ে বিচ্ছেদে অলীক ভাবনা
ধূসর বর্ণের গভীরতায় নিঃক্ষত্রিয় ব্যথার সুর।


শব্দ কি সততা নিষ্ঠার পুষ্পে ভরা গোলাপি প্রান্তর নয়
মনের একান্ত ভাবনার আস্তরনে ঘেরা সুবাসিত
অনুভূতির বিশ্বাস নিয়ে বিশুদ্ধ ভালোলাগার প্রহর নয়।


তাহলে কেন আজ শব্দরা স্বপ্নের তিমির ছেঁড়া
ক্লান্ত নয়নে চেয়ে থাকা দিগন্তের ঈশ্বরী আশীর্বাদে অবাক
বিবাগী বেদনা বিধুর মরীচিকার অভিশাপি শিহরণ।


শব্দরা প্রতিনিয়ত দিয়ে যায় আমায় কষ্টের অবসাদ
মুগ্ধকর শব্দের আড়ালে করে যায় জীবন্মৃত
প্রতিদিন প্রতিক্ষণ অভিপ্রেত অতিষ্টের ঘৃণিত জিয়নে।
________________
০৪ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®