জীবনের পাণ্ডুলিপি হাতে নিয়ে দাঁড়িয়েছি বিবর্তনের পথে
সাদা কালো ছককাটা ঘরের অংশুময়ী অবুঝ স্মৃতিগুলো
দীর্ঘকাল সঙ্গে নিয়ে চলেছি জীবনের অভিমানী মিছিলে
নির্ধারিত সময় বেঁধে দেওয়া কর্ণহীন ঘড়ির ক্লান্ত স্পন্দনে।


বিদীর্ণ সময় আমায় ফেলে দিয়েছো ভাঙা আয়নার মতো
প্রাচীন অর্ণবের ক্ষয়হীন স্রোতে মৃত্যুহীন অভিকর্ষের ভিড়ে  
নীরব যাত্রার স্বপ্নময়ী নিবিড় অরিক্ত হৃদয় নিয়ে শুধুই
অপ্রত্যাশিত অনুভুতির ছোঁয়ায় ঋতুপরিবর্তনের ঔদার্যে।


দীপনেভা নিকষ ভোরে নিরুপায় নীতিবাক্যের অস্থিরতায়
সময়ের ক্যানভাসে আঁকা বিলুপ্ত প্রহরগুলো কন্টক যন্ত্রণায়
পঞ্জিকার পাতা একে একে উল্টে যায় অতীত বুকে লুকিয়ে
স্পর্শের বাইরের প্রহরগুলো হাতছানি দিয়ে যায় নির্দ্বিধায়।


থাকনা কিছু অপূর্ণতা জীবনে ক্ষতি কি,বিরহ বিলাসের
অনুপম মনের অলিন্দে সূখময় বার্তায় স্বপ্নাতুর ভাবনায়
এসেছিল এক বসন্ত মন রাঙাতে অকৃতার্থ প্রদীপে বাসরে
সেই কবিতা আজো লেখা হয়নি হৃদ্যতার অকুল সাগরে।


বহুবার ভেবেছি আর নয় বেলাশেষের আর্তনাদ আর নয়
সূর্যাস্তের সীমা ছেঁড়া অনুভূতির স্বেচ্ছাবন্দীর বিষাদে ভেসে
এইবার ফিরে যাবো ক্লেশহীন অক্কাপ্রাপ্তির স্বপ্নের শিহরণে
দিকচিহ্নহীন নাবিকের মতো ছুঁয়ে দেখবো অর্ণবের স্তবগানে।
________________
০৬ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®