অশ্বত্থ গাছের পাতা হীন তপ্ত ছায়ায়
বস্ত্রহীন সুখের সংসারে হাসে অগাধ নির্মম পরিহাস
উত্তর অজানা প্রশ্নের আড়ালেই ব্যর্থতার প্রতিচ্ছবি
বাসি ভাতে পানি আর লবণের স্বাদ
তবুও উজ্জ্বল হাসি  নয়নের কোণে
সময়ের কাছে নেই প্রতিবাদ।


ভয় নেই কিছু হারাবার যা আছে সম্বল  
ছেঁড়া কাপড়ের দেয়ালে ঘেরা সময়ের কাছে রক্ষিত
শুধুই নাবালক শিশুটির কিছু অব্যক্ত প্রত্যাশা ভাসে
জরাজীর্ণ দেহে আশাহত ক্লান্ত মলিন চেহারায়।


নিদাঘ সন্ধ্যায় পথচারীর ফেলে যাওয়া শূন্য প্যাকেটে
নির্দ্বিধায় খুঁজে ফেরা কিছু অদৃশ্য খাবারে সুবাস
হতাশার নির্মম স্রোতে ফিরে আসা কুটিরে
রুগ্ন মায়ের শিয়রে দাঁড়িয়ে অশ্রুসজল নয়নে।


বেলাশেষে কুড়িয়ে আনা কিছু আধপচা খাদ্য
কত স্বর্গ সুখের হাতছানি উৎকৃষ্ট খাবারে
নাকে হাত দিয়ে দেখে যায় সুশীল সমাজের মধ্যমনি
মুখে আহা কি কষ্টেই না আছে সমাজের অবৈধ সংসারে।
________________
০৭ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®