নালার পারের প্রতিটি অলিগলি পরিপূর্ণ মানুষে
এখানে ওখানে চলছে দর কষাকষি
নারী আজ পেটের দায়ে নামলো পথের ধারে
হয়তো বা ঐশ্বর্য্যের স্রোতে ভেসে।


আমার প্রবল আকাঙ্খা জাগে মনে,
কি কারণে আনাচে কানাচে মধুরক্ষীর আগমন,
বাহারি প্রসাধনীর সৌরভ ভাসে বাতাসে
আমি নির্বাক নয়নে চেয়ে দেখি মনভুলানো কৃত্রিম হাসি।


কিছুটা এগিয়ে যেতেই কারো তপ্ত হাতের স্পর্শে
শিহরণ জাগিয়ে গেলো আপাদমস্তক,
ফিরে তাকালাম পিছনে মুচকি হাসির আড়ালে
কষ্টের ব্যর্থতার কঠিন ছাপ স্পষ্ট ভাসে।


কি পথিক এপথে নতুন আগমন কখনোই দেখিনি আগে
হেসে বললাম জীবন পথের নিঃস্ব পথিক আমি
বের হয়েছি সময়ের হাত ধরে কিনবো ভালোবাসা
শুনেছি এখানে ভালোবাসার বাজার বসেছে।


ঠিক বলেছেন এখানে দীর্ঘশ্বাসের অন্তরালে বিক্রি হয়
নিরুপায় দেহের ভালোবাসা ক্ষুধার ভালোবাসা
স্বার্থপর মানবতাহীন সমাজের নিষ্ঠুর ভালোবাসা
শুধু পেটের দায়ে নারী যাই হোক অন্ততঃ পতিতা হয় না।


অসুস্থ মা বিছানায় বাবা নিয়েছে বিদায় আগেই
ছোট ভাইটি পড়ছে ভালো স্কুলে ভালো মানুষ হবে বলে  
আপনাদের মতো ভালো মানুষ যে কিনবে কারো
নিরুপায় ভালোবাসা কয়েকটা কাগজের টুকরোর বিনিময়ে।  
________________
১১ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®