কবি ! একটা কবিতা লিখো ধারালো শব্দ দিয়ে
যে শব্দের দংশনে হৃদয় হবে চৌচির,
অভিজাত্যের অকথিত নিকোটিন ছাড়বে ভাষায়
যার এক একটি শব্দে ভেসে উঠবে অক্লিষ্ট উদ্দীপনা।


উদ্দীপিত অনুভূতি থাকবে না কবিতার শরীর জুড়ে,
কূর্মপৃষ্ঠে সাজবে না শব্দের মিলন বাসর,
কৃষ্ণকণ্ঠের সুর ছড়াবে না বাতাস তপ্ত হৃদয়ের ডালে
নিঃশেষিত সকল ত্বরিত আবেগ তর্জনী দেখিয়ে
বেদুঈন ছন্দগুলো বেপাত্তা হবে নীরবে।


কবিতার খাতা বেফাঁস আবৃত্তের বন্ধন মুক্ত করে
বেলেল্লা স্বপ্নগুলো রচিত করবে বাক্যের পাষাণ বুকে
মনুষ্যত্ব বর্জিত প্রদর্শনীতে রেখে যাবে শুধুই
কর্ণকুহরে গুমড়ানো শব্দের কিছু অজানা গুপ্ত রহস্য
নিরুক্ত সময়ের ব্যবধানে পঙ্কিকল হবে কবিতা।


আর কবি ! তার কালিবিহীন কলমের আঁচড়ে
সংক্রমিত আবেগে নিরক্ষর কবিতার পাণ্ডুলিপিতে
মিথিলা পল্লবিনীর বেদিতব্য অভিসারে
বেপরোয়া হবে ষোড়শীর আঁচলে মুখ লুকিয়ে।
________________
________________
১৮ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®