সেকালের বন্ধুত্ব ..........
বন্ধু মানে শীত সকালে পিঠা নিয়ে কাড়াকাড়ি,
বন্ধু মানে অভিমান করে বলা তোর সাথে আড়ি।
বন্ধু মানে একটুকু সুখ করে নিয়ে ভাগাভাগি,
বন্ধু মানে পরম দুঃখেও না যাওয়া তাকে ত্যাগী।
বন্ধু মানে একটু উষ্ণ ছোঁয়া বর্ষা প্রবল রাতে,
বন্ধু মানে থু.থু দেওয়া কেড়ে নেয়া তার ভাতে।
বন্ধু মানে সুখে ও দুঃখে পাশে থাকার অঙ্গীকার,
বন্ধু মানে অথৈ সাগরে পাশে পাওয়ার অধিকার।
বন্ধু মানে বন্ধুর জন্য জীবনের সর্বস্ব রেখে বাজি,
বন্ধু মানে বন্ধুর জন্য নিজের জীবন দিতেও রাজি।


একালের বন্ধুত্ব  ...........
বন্ধু মানে রূপালী স্বপ্ন দেখানো, দিয়ে সুন্দর আশ,
বন্ধু মানে নিজ স্বার্থের টানে করে যাওয়া সর্বনাশ।
বন্ধু মানে গভীর অভিনয়েই ভুলিয়ে সকল ব্যথা,
বন্ধু মানে কিছু পাওয়ার লোভে মিষ্টি মিষ্টি কথা।
বন্ধু মানে চিন্তায় মগ্ন কি করে করা যায় তার ক্ষতি,
বন্ধু মানে বুঝিয়ে দেওয়া তুমি বীণে নাই তার গতি।
বন্ধু মানে সুখের দিনে কত আহ্লাদ কত আবদার,
বন্ধু মানে দুঃখের বেলা তাকে খুঁজে পাওয়া ভার।
বন্ধু মানে শান্ত করতে তার দেওয়া মিথ্যে প্রতিশ্রুতি,
বন্ধু মানে বিপাকে ফেলে দূরে থেকে করুণা তার প্রতি।
________________
২০ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®
বিশেষ লক্ষণীয় :  যেহেতু লেখাটি আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা, তাই মন্তব্য ও আলোচনার পাশাপাশি সমালোচনাও শ্রদ্ধা এবং সম্মানের সহিত গ্রহণ করা হবে।