( কবিতা দিবসের শুভেচ্ছান্তে )


আজ থেকে প্রতীক্ষার যবনিকা এখানেই টানলাম
তোমাকে রিক্ত হাতে ফিরিয়ে দিয়ে,
হৃদয়ের উপচে পড়া অসীম বাসনাগুলো,
বিসর্জন দিলাম সেঁজুতি সন্ধ্যার সুপ্ত আবীরে।


বিষকাঁটালীর অমৃত সুধা পানের তৃপ্তির ছোঁয়ায়,    
নিষ্পাপ প্রণয়ের সব হিরণ্য প্রহরগুলো,  
খরস্রোত নদীতে ভাসিয়ে,
নির্দ্বিধায় হারালাম জীবনের কৃষ্ণপ্রহরে।


স্মৃতির গভীর অভিসারে ভাঁজে করে রেখে দিলাম,
কিছু অব্যক্ত স্বপ্নীল দিনের দীর্ঘশাস,
নিঃস্তব্ধ মাধুরী রাতে কুমারী আঁধারের বুকে,
এঁকে দিয়ে গেলাম কিছু ব্যর্থ অনুভূতির আল্পনা।


এতদিন অতিকীর্ষু তিথি, তন্দ্রিত নয়ন,
অগ্নিকল্প হৃদয়ে কেটেছে সীমাহীন অপেক্ষায়
বিতন্দ্রী স্বপ্ন বিলাসী জীবনে সুখ নামের অজানা
পুষ্প স্বপনের অভিলাষে হারিয়ে।


অনেক'তো হলো তামাশা, তটিনীর তীরে,
মাদল বাজিয়ে হেঁয়ালি ছলনার প্রবঞ্চনায় হেসে
এবার চ'লো কৃষ্ণগহ্বরের অভিশপ্ত মিছিলে,
সপ্তস্তরের অন্তহীন জীবনের পদযাত্রায়।    
________________
২১ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®