মধ্যরাতে ঘুমের ঘোরে উষ্ণ নিঃশ্বাসের আবির্ভাবে
ঠোঁট অন্য ঠোঁটের স্পর্শের মাদকতায় বিভোর,
অনেক পুরোনো চেনা সুগন্ধের মায়া ডোরে আবদ্ধ
আড়মোড়া ভেঙে দেখি তোমার তপ্ত নয়ন, তুমি তৃষ্ণার্ত।


একমুঠো প্রেম জেগেছে অবচেতন শরীরের ভাঁজে
অনাবৃত শরীরের তাপে, তাপমাত্রা পৌঁছেছে উচ্চ শিখরে,
গাঢ় নিঃশ্বাসের আলিঙ্গনে টেনে নিলে বুকের গভীরে
আমি হারিয়ে যাচ্ছি ক্রমশ জীবনের খোঁজে।


নেমেই চলেছি অনুক্রমে ভেদ করে দ্বিধাহীন সীমানা
যেন খরস্রোতা নদী ধেয়ে চলে সকল বাধা ভেঙে,
অচেতন অব্যক্ত স্বাদ পূর্ণতার খোঁজে অবিরত
পিপাসিত ঠোঁট হাতড়ে বেড়ায় বুক থেকে নাভীর গোড়ে।


সংজ্ঞাহীন আবেগে বিভোর অনুভূতির স্রোতে ভেসে
তলিয়ে যাই সমষ্টিগত রহস্যের অথৈ পাথারে,
সম্ভোগের শেষ সীমানায় দাঁড়িয়ে অবসন্ন শরীরে
ভোরের পাখিদের কলতানে শিশির ভেজা শুভ্র প্রভাতে।
________________
২৩ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®