আমার হাতে এক আকাশ অবসর
তোমায় নিয়ে ভাবার জন্য অজস্র সময় এখন
পুরোনো কিছু স্মৃতির হাত ধরে হাঁটার অফুরন্ত অবকাশ
স্তব্ধতার প্রজাপতির ডানায় হারিয়ে নিরালায়।


কোন অপরাহ্নে স্বপ্নের রঙিন মেঘ সাজিয়ে
হাটু জলে ভিজে একাকার আমি আর আমার শৈশব
শ্বেত কণিকা অবাক হয়ে দেখে আমায়
নিঃশব্দের নির্বাক উচ্ছ্বাসে,


কিছু স্মৃতি শুভ্র পায়রা হয়ে উড়ে যায় অসীম দিগন্তে
সন্ধ্যার আবীরে আধোভেজা চাঁদের
রূপালী কিরণ ঝরে তোমার বাঁকা ঠোঁটের কোণে
দু'জন জড়াই জ্যোৎস্নার চাদর নিষ্পাপ অভিসারে।


জীবনের রঙিন স্বপ্নের স্বরলিপির সুরেলা গান
গেয়ে যায় মেঘের সীমান্তে পূর্ণিমার যৌবনে
ফুলকলি পাপড়ি মেলে স্নিগ্ধ অগ্নিসখের আহ্বানে
বসন্তের রক্তিম পাতা আমায় পিছু ডাকে আনমনে।


জিরান চোখের পাতায় ভাসে সেই শৈশবের দিনগুলো
তখন আমার অনেক ইচ্ছে করে
সেই নীরব তৃষ্ণা জাগানো প্রেম পূর্ণিমায়
আবার জাগতে এক রাত তোমার সাথে,
তোমার শৈশবের সাথে,
ঐ দীঘির জলে চাঁদের নৃত্যের সাথে।
________________
২৯ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®