এসো সখি আজ জাগি নিরবধি এক অনন্তকালের রাত,
প্রেমের বাঁধনে বেঁধে মৌরি বাতাসের বুকে ছড়িয়ে সুবাস,
চাঁদ ছুঁয়ে লিখবো জীবন স্বরলিপি নক্ষতের আল্পনায়,
স্বর্গীয় সুখময় রাতের উৎসবে মেতে জাগবো দু'জনায়।


রাতের আকাশে যখন রুপালি জ্যোৎস্নায় হবে মাখামাখি,
হাজারো তারার উৎসবে উঠবো মেতে জোনাকির নৃত্যে ভাসি,
অসীমের আঁচলে প্রশান্তির ছোঁয়ায় মাধুরী প্রফুল্ল চিত্তে,
যখন বেজে উঠবে শান্ত নীনাদে প্রেমের সুর কলাবিত্তে।


যখন আমার উতলা নদী প্রবাহিত সমুদ্রের গভীরে
তোমার বুকের শুভ্র আকাশে নিমিষে সবুজ সত্তার ভিড়ে  
রাত্রিবাসের আবরণের আড়ালে মুগ্ধ আমার সুপ্ত প্রেমে
বিন্দু বিন্দু হয়ে উল্লাস ছড়াবে তোমার হৃদয়ে সংগোপনে।  


তোমার চিকন চিবুকের স্পর্শে ঝরে চন্দ্রমল্লিকার হাসি,
দু'বাহুতে জড়িয়ে প্রবল আবেগে বলবে তুমি ভালোবাসি,  
পূর্ণ হবে জীবনের চাওয়া পাওয়া সুখের বাসর বুনি,    
তুমি আমার সুখ দুঃখের সঙ্গী জীবনে সপ্তম স্বর্গ তুমি।  
________________
৩০ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®