যখন যৌবন ছিল চোখের পাতায়
তোমার শান্ত হৃদয়ের স্বর্গে বসে পা দুলিয়ে
কত রাত প্রেম করেছি চাঁদের সিঁড়িতে তোমায় বসিয়ে
ধোঁয়াটে রঙের চাঁদ কতবার লুকিয়েছে মেঘের বুকে
তোমার একটু মন খারাপের অন্তরালে
তুলোর মতো মেঘমল্লা উড়ে গেছে ঐশ্বরিক ঠিকানায়।


কত বর্ষামুখর রাতে রঙিন স্বপ্ন উছলে পড়েছে
তোমার ডাগর নয়নের ভ্রমর পালকে
বসন্তের তিথিতে নন্দিত প্রেমের উষ্ণতায় হেসে
তোমায় বানিয়ে প্রেমের দেবী আফ্রোদিতির প্রতিমা
প্রগাঢ় আলিঙ্গনে ঐশরিক স্বর্গসুখের স্পর্শে
অনন্ত কাল পার করেছি জীবনের নন্দিত মুহূর্তে।    


মন বড়ই স্বপ্ন বিলাসী কখনোই বুড়ো হতে চায়না
তবুও সময়ের নিষ্ঠুর গতিবেগে হারিয়ে  
শরীরে বয়স বেড়েই চলে অতীতের আয়নায়
প্রণয় মিতালীর বাস্তবতার করিডোরে নির্বাক দাঁড়িয়ে
শুধুই অতীতের স্বপ্নে বিভোর হয়ে আনমনে
মুগ্ধতার অঞ্জলিকায় ভেসে যায় জীবনের অস্তাচলে।
________________
০৬ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®