এখন আমার আর কলম ধরতে মোটেও ইচ্ছে হয় না
কত বিতর্কের পাশ কেটে চলে যাই নির্দ্বিধায়
শব্দগুচ্ছের অব্যক্ত যন্ত্রণায় কাতর হয়ে নিজেই
অন্তরস্থ বিবেকের কাছে নির্ঘাত পরাজিত
মাঝে মাঝে একাকী ভাবি
কি হবে ইতিহাস রচনা করে কাগজের বুকে


অতীতেই বা কি হয়েছে?,
শুধুই অযথা সময়ের জাবর কাটা
অজানা আগন্তুকের অভ্যর্থনা,
অবশেষে প্রস্থানের বিষাদী সম্ভাষণী মিছিল।


কারো মনোরঞ্জনের জন্য কি-ই বা হবে দু'কলম লিখে
কি-ই বা লাভ এই অনর্থক আস্ফালন হেসে।


যেখানে কলমের পবিত্র কালি নিমিষেই নোংরা হয়
মানুষ থৈ'থৈ জনসভার বক্তৃতার পাতায়
কখনো উল্লাসী রঙ্গমঞ্চের বুকে নির্বোধ দাঁড়িয়ে
অনেক কিছু সাজানো থাকে অবহেলার প্রকোষ্ঠের ভাঁজে
কবির ব্যর্থ কলম, ডায়েরির অসমাপ্ত লেখা কবিতা
ধুলো পড়া প্রতি তাকে রাখা অসংখ্য বহুমূল্য বাসনা।


এখন অবকাশ চায় তোমাদের তরে
এই বাকরুদ্ধ মন কলম ছুটির আবেদনে
কলম কালির হিসাব না হয় পড়ে থাকে আজ  


কৃষ্ণগহ্বরের গহীন আঁধারের বুকে এভাবেই
আগামী সময়ের বিবেচনায়
জমা পড়ে থাক অসমাপ্তির অর্ধগলিত পাতায়
________________
১০ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®