কেন যেন এই একাকিত্ব আমার খুব প্রিয়
যখন আমার চারিপাশে নির্বাক শব্দরা খেলা করে,
সময়ের মৌনতায় হারায় দীর্ঘশ্বাসের বিলাপ
নির্বিগ্নতায় হারানো হৃদয়ের আকুতি
নির্দ্বিধায় হাতড়ে বেড়ায় কল্পিত বাস্তব শব্দের সুখ স্বাদ।


ষোড়শী সন্ধ্যা যখন হামাগুড়ি দিয়ে নেমে আসে
অনুভূতির মহাকাশ থেকে ধীরে ধীরে,
অহর্নিশি ইচ্ছেগুলো পেখম মেলে নিভৃত আলাপনে  
ঘুনে ধরা জীবন চৌকাঠে উঁকি দিয়ে যায়
থমকানো দূরগামী দেউলিয়া হয়ে যাওয়া কিছু প্রত্যাশা।  


বোধহীন সময় আচ্ছাদিত অলিন্দে দাঁড়িয়ে
বিরামহীন স্রোতের মতো সংলাপগুলো গেঁথে যায়
একাকিত্বের বুকে জীবনের নির্বোধ অঙ্গীকারে,
তৃষ্ণার্ত নীরব উদাসীন হাওয়ায় ভাসে
জীবনের অলেখ গানের বিষাদী সুরের অধরা মূর্ছনা।
  
অসমাপ্ত আঁচড়ে এঁকে যায় কিছু স্মৃতির আল্পনা
অনেক কিছুই হারিয়ে যায় ঢেউ খেলানো কাগজের বুকে
জীবনের ভাঙা রংতুলির রৈখিক অবদানে
সময়ের জটিল সংগ্রামী উথান পতনের প্রতিচ্ছবিতে
একাকিত্বের মৌন মিছিলে একান্ত নিকষ প্রহরে।
________________
১১ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®