শ্যামলীকা তোমার কাছে আজ জানতে চাই  
কি'করে লুকিয়ে ফেলো খিল'খিল হাসির আড়ালে
জীবনের অবিচ্ছেদ্য ব্যথার এঁড়েল প্রহর।  
ঐ উজ্জ্বল দীপ্ত চোখের পালকে,
কি'করে আড়াল করো পিঙ্গল সময়ের প্রতিধ্বনি
কাঁপা কাঁপা ঠোঁটের রেখার ভাঁজে।


কি'করে ঐরাবত সময়ের বুকে এ'ভাবে
প্রাবল্যে হাসিতে ভাসিয়ে নিজেকে আনমনে
কঠোর উৎকোচ আবরণে ঢেকে নিজের অস্তিত্ব
অভিনয়ী পাখা বিস্তার করে মনের আকাশে উড়ো
আগামী কালের পথ ধরে একাকী
আবহমান জীবনের বন্ধনে নিজেকে জড়িয়ে।


অনন্যচিত্তের বেদুঈন স্বপ্নগুলো যখন বাকরুদ্ধ করে
অপরিচিত প্রেমের চেতনাহীন দু'দণ্ডে হেসে
অবরুদ্ধতার জীবন প্রবাহে হারিয়ে।  
উচ্ছিষ্ট সময়ের প্রবঞ্চনায় স্বর্গ স্বপ্ন রচনা করে
কি'করে নিজেকে নিবেদিত করে রাখো
মালবৈদ্যের মধুবিষ আলাপনে।


আমার খুব ইচ্ছে করে রহস্যের পাতা উল্টিয়ে দেখি
রক্ষীসৈনিকের মতো কণ্টকাকীর্ণ পথের যাত্রা
কি'করে নীরবে অতিক্রম করছো ক্লান্তিহীন মনে।  
জীবন'কে রেখে শূন্য হাতের মুঠোয়,
তেজস্বী শলাকা-বিদ্ধ হৃদয়ে অম্লান হাসি ফুটিয়ে চলছো
নির্দ্বিধায় অনিশ্চিত ভবিষ্যতের যাত্রায়।
________________
১৩ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®