শুধু মাত্র তোমার জন্য প্রণয়িনী
অনেক শতাব্দী পরেও আকাশের অসীম নীলে  
রাতের সাগরে সাঁতার কেটে ক্লান্ত নক্ষত্রগুচ্ছ  
নিশ্চুপ অপেক্ষা করে ঘোলাটে জ্যোৎস্নার উঠোনে,
নীলাভ ধূমকেতু নিরন্তর ছুটে চলে
অঢেল ভালোবাসা বুকে নিয়ে নিষ্কৃতির পথে
টলটলে অন্ধকার এই গভীর রাতে
অতীতের হাজারো ব্যস্ততা নিয়ে নীরবে।


শুধু মাত্র তোমার জন্য প্রণয়িনী
স্বর্ণালী প্রভাতে কল্পতরুর স্বপ্নলোকে
রচেগেছে কত কুয়াশা ভেজা প্রেমের কবিতা
অনন্তের পথের পতিত রাতের উত্তাপে,
ভোরের সুগন্ধি মাখা মৃদুলা বাতাসের দোলায়
ঝিলমিল সবুজ ধরণীর বুকে অজান্তা অভিমানে
অস্থির অপেক্ষাগুলো ঝরেছে পুষ্পরেণু হয়ে
প্রভাতের সোনালী দীপ্ত আলোর কাননে
প্রেমের সৌরভ হয়ে অনাদরী কবিতার খাতায়।


শুধু মাত্র তোমার জন্য প্রণয়িনী
রাতের সিঁড়ি বেয়ে নেমে আসে নিবিড় প্রভাতে
সুখের আশ্লেষে নিরুপম আনন্দ সন্ধান নিয়ে
নীলপুঁতির নোলকের বর্ণালী দীপ্ত চোখে,
এভাবে সময় গড়িয়ে যায় মাস থেকে শতাব্দীতে
শ্রবণ ইন্দ্রিয়ের চৌকাঠে কড়া নাড়া শব্দগুচ্ছ
আধো নিভু পিদিমের আলোয় বুকের তপ্ত নিঃশ্বাসে
গল্পকথার মালা গেঁথে আপন আবেগে
রেখে যায় স্মৃতি রক্তিম প্রভার পলাশ দিগন্তে।
______________________
জন্মকাল:মেঘাচ্ছন্ন বিকেল ০৫.৪০৫ মিনিট
২১'এ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
৯'ই ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®