পুরনো দিনের স্মৃতি ভুলে,মমতার টান শিকায় তুলে,
আকাশচুম্বী ভ্রান্ত স্বপ্নে ভেসে,নির্দয় হৃদয়ে মিষ্টি হেসে,
কঠিন আঁধার পথে চলছি,
আমি প্রবাস থেকে বলছি।


প্ৰেয়সীর মুখ মলিন করে, সব আহ্লাদ দু'পায়ে দলে,
ভবিষ্যতের অনিশ্চিত পথে,জীবন নিয়ে বন্ধ হাতে,
কাতর হৃদয়ে হেঁটে চলছি,
আমি প্রবাস থেকে বলছি।


সীমাহীন প্রত্যাশায় ভেসে,ভীষণ কষ্টে নীবর হেসে,
স্বজনের কঠিন বাক্য শুনে, ক্লান্ত স্বপ্নের জাল বুনে,
শত নির্বাক দহনে জ্বলছি,
আমি প্রবাস থেকে বলছি।


নিষ্ঠুর সময়ের হাত ধরে,শরীরের রক্ত পানি করে,
যান্ত্রিক শহরে যন্ত্র হয়ে,ক্ষুধা পিপাসার যন্ত্রণা সয়ে,
অর্থ উপার্জন করে চলছি,
আমি প্রবাস থেকে বলছি।


বিলাশবহুল এই কারাগারে,বন্দী জীবনে বাজি হেরে,
কেউ বাঁচে কেউ'বা মরে,কেউ পঙ্গু হয় জীবনের তরে,
প্রতিনিয়ত সব দেখে চলছি,  
আমি প্রবাস থেকে বলছি।


যখন ফিরে যাই নিজ দেশে,কত আনন্দে হেসে হেসে,
আত্মীয়দের উপহাস দেখে,অনেক কষ্ট পেয়ে অবশেষে,
শুধুই শূন্য দু'হাত মলছি,
আমি প্রবাস থেকে বলছি।
________________
২৬ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®