প্রবাসীরা কবি হয় না
সেই যোগ্যতা তাদের নাই,থাকতেও নেই
কবি হতে হলে দেশে থাকতে হয়,
মায়ের কোলে, প্রেয়সীর আলিঙ্গনে
নরম বিছানায়, সকল ঋতুর অনুভবে
বাবার টাকায় কেনা দামি রঙিন ফতুয়া পরে
কবিত্বের ঝোলা কাঁধে নিয়ে  
যাযাবরের খাতায় নাম লিখিয়ে
দশ'দশ অভিধানের আড়ালে মুখ লুকিয়ে।


প্রবাসীরা জুতা পালিশ, পায়খানা পরিষ্কার
হোটেলের থালা'বাসন ধুতে পারদর্শী  
অভিধানে মাথা ঘামানোর সময় নেই তাদের
জীবনের তাগীদে শুধুই অর্থ উপার্জন
সাহিত্য দিয়ে তাদের কাজ নেই, এতো শুধুই
দেশের বাবা মায়ের আদরে পালিত বাউণ্ডুলে
নিবিড় জ্যোৎস্না ভেজা বিছানায় শুয়ে
তারার সাথে গল্প করার বহির প্রকাশ মাত্র।


প্রবাসীরা কি জানে জীবন কাকে বলে
প্রবাসের রঙ্গভরা জীবনের দ্বারে দাঁড়িয়ে
শুধুই জীবনের মানে খুঁজে বেড়ায়
বারো ঘন্টা কাজের পরে কবিত্ব যায় উড়ে
তাদের উপর্জনের টাকায় চলে
দেশের কত কবি পরিবারের সংসার
দেশের নামি দামি কবিদের বাৎসরিক খরচ
সত্যি প্রবাসীরা কবি হয় না
সেই যোগ্যতা তাদের নাই,থাকতেও নেই।
___________________
জন্ম সময়:অলস বিকেল ৪.১৫ মিনিট
১৭ ফেব্রুয়ারি শনিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®


( বন্ধু সবুজ রানার কথার উত্তর )


সবুজ রানা লিখেছেন
জুতা পালিস থেকে শুরু করে প্রবাসীরা সব করতে পারলেও
প্রবাসীরা কখনো কবি হতে পারবে না !