একাকীত্বের সব নীরবতা ভেঙ্গে সুরের প্রাচীর টপকে
যখন বেজে উঠে একাকী রাতের করুণ বীণা
নিশীথ পথের একলা সুর কাঁদে হৃদয় কোণে,
সমাপ্তির কোনো সম্ভাবনা থাকে না কোনো প্রহরে
তারপরেও সমাপ্তি আসে ভিন্ন রূপের মুখোশে
অঙ্কুতির জ্যোৎস্না সম্ভাবনার হাতছানি দিয়ে ডাক দিয়ে
আবার মিশে যায় সময়ের অকাল গহ্বরে,
আবেগহীন সম্ভাবনাগুলো শ্রান্ত পথে গড়াগড়ি খায়
আশাতীত সময়ের সূর্যাস্ত উঠোনে।


আলোকিত অংশুমালী নিভে গেলে আঁধার নামে গোপনে
বশ্যতা স্বীকারে দ্বিধাবিভক্ত মন বিলাপ করে নীরবে,
স্বপ্নযাত্রাগুলো নির্বাক থমকে দাঁড়ায় সঙ্গহীন
দৃষ্টির আঙিনায় নেমে আসে একাকীত্বের নীরবতা
জমাটবাঁধা আঁধারের শরীরে আকম্পিত অনিশ্চয়তা
ছেঁড়া বুক পকেটে রাখা অঢেল আত্মবিশ্বাসগুলো
ধীরে ধীরে আশ্রয় নেয় অবিশ্বাসের পঞ্জিকায়
তবুও বিষণ্ণ ক্লান্ত যুবক বেঁচে থাকে এক বুক প্রত্যাশায়
সম্ভাবনার ভাবনা নিয়ে চেয়ে উদিত সূর্য পানে।


হয়তো কোনো এক রুপালি ভোরের বুক চিরে
এক ঝাঁক সোনালী আলো নেমে আসবে
আবার রচিবে ইতিহাস অনিদ্র সকালের পাঁজরে।
___________________
জন্ম সময়:নীরব সকাল ১০.৩০ মিনিট
২৫'এ ডিসেম্বর মঙ্গলবার ২০১৮ খ্রিষ্টাব্দ
১১'এ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®