প্রিয়তমা সুন্দরী, তোমার বিন্দু বিন্দু চোখের জল,
বহমান স্রোত, মেঘনার ঢেউয়ের মত অবিরল।
কোন দূর্যোগের ঘনঘটায় তোমার বিমর্ষ বদন,
কোন মোহনার বুকে ঝড়ে পড়ে তোমার করুণ রোদন।
কোন স্মৃতি কোন বিপদে তুমি এত বিমর্ষ,
কোন দুঃখের অপঘাতে তোমার হৃদয় পুড়ে ভস্ম।
বলো কেন তুমি কাঁদো কেন অশ্রুবর্ষণ অঝোর ধারায়,
এ কোন অশনি সংকেত তোমার দু চোখের তারায়।
এ কেমন অভিমান এ কী সূচনা কোন বহ্নিশিখার,
এ কী পূর্বাভাস কোন দাবানলের কিংবা প্রলয় শিখার।
এ কান্না কী অজস্র ক্ষুধিতের অজস্র ব্যথিতের সুকরুণ সুর,
নাকি টর্নেডো ঝড়ের রাত্রিগত কোন নির্জন ভোর.
কেন প্রিয়া কেন তুমি হও নি এখনও ক্ষান্ত,
বন্ধ কর কান্না, এ প্রলয়, হও এবার শান্ত।


বলে দাও আমায়,
কেন আমরা আজ শ্রান্ত-ক্লান্ত,
কেন আমরা প্রতিনিয়ত হচ্ছি দিকভ্রান্ত।
কেন দিনে দিনে ভালোবাসার রবি বিমলিন,
কেন আমরা ফিরে পাচ্ছি না সোনালী সেদিন।
কেন আমরা আজ শুধুই দিশেহারা,
কেন আমরা বিচ্ছিন্ন,একা, ছন্নছাড়া।


কোথায় আমাদের জীবন সাগরের অক্লান্ত মাঝি
পুনরায় ভালোবাসা জাগিয়ে, চলতে হবে আজি
তুমি আমি  মিলে সংগ্রাম করে, প্রেম পুনরুদ্ধারে ছুট
হে প্রেম! হে প্রত্যাশা! জেগে উঠ, আবার জেগে উঠ।
__________________
রচনাকাল: উষ্ণ দুপুর ০২.৪৫ মিনিট
৩০-ই জুন বুধবার  ২০২১ খ্রিষ্টাব্দ  
১৬-ই- আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®