ঐশ্বর্যের আড়ালে লুকিয়ে নির্বাক অনুভূতি
এক পলক চেয়ে থাকা বিদীর্ণ নয়নে
অর্থের ঝংকারে বেঁচে দিয়ে ভালোবাসার সুপ্ত বাসনা
প্রেয়সীর নয়নে জাগিয়ে রাতের কল্পনা।


সন্ধ্যা নামে বধুর আঁচলে,
মালতীর আভা নিয়ে ঠোঁটের কোণায়
লাভের বোঝা বয়ে ঘরে ফেরে ক্লান্ত আঁধারে,
নিষ্প্রাণ অনুভবের আবীরে মেখে  
হাতের মুঠোয় নিয়ে ক্লেদাক্ত সময়ের গান
অযত্নের অলিন্দে দাঁড়িয়ে রচনা করে ভবিষ্যতের স্বপ্ন।


বিষাদের নির্মমতা ঝরে পড়ে পালক ধোয়া জলে
থেমে যায় কিছু অভিমান অব্যক্ত স্বরে  
চেয়ে থাকি অভিলাষী নয়নে উদ্দীপনায় অকাতরে
হেঁটে চলি অরণ্যের কোন নির্জন একাকী পথে।


সংসার!!!!!
সেতো মায়া জাল শুধুই সংগ্রামী ভাবনায়
প্রেম ভালোবাসা ঢেকে থাকে অঢেল অর্থের কামনায়
কেটে যায় সকাল,মধ্যদিন,সন্ধ্যা,রাত,
আবেগতাড়িত মনে, ভাবি একাকী নির্জনে
সেকি রক্ত মাংসে গড়া মানুষ নাকি-
শুধুই অনুভূতিহীন হেঁটে চলা দু'পায়ের রোবট।
______________________
রচনাকাল:মেঘাচ্ছন্ন সকাল  ১০.২৫ মিনিট
২০-ই অক্টোবর বুধবার ২০২১ খ্রিষ্টাব্দ  
৪- ই  কার্ত্তিক ১৪২৮ বঙ্গাব্দ
১২-ই  রবিউল আউয়্যাল ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®️

নোটঃ এক প্রিয় বন্ধু তাঁকে উৎসর্গ করলাম